ক) নাম : ৭নং মাসকা ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন : ৫৯৭৫ একর/২০.৬২ কিঃমিঃ।
গ) লোকসংখ্যা : ২১,১১৭ জন (প্রায়) (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা : ২১টি।
ঙ) মৌজার সংখ্যা : ২১ টি।
চ) হাট/বাজার সংখ্যা: ২টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম : সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার : ২৮.৭৩% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয় : ০৮টি।
বেসরকারী প্রাথমিক বিদ্যালয় : ০৪টি।
উচ্চ বিদ্যালয় : ০১টি।
মাদ্রাসা : ২টি।
ঝ) দায়িত্বরত প্রশাসক : জনাব মো: আল আমিন সরকার
ঞ) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান : মসজিদ/মন্দির।
ট) ঐতিহ্যবাহী/পর্যটন স্থান : মাসকা সাইকুল পাগলার মাজার শরীফ।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল : ২০০৯ইং।
ড) গ্রাম সমূহের নাম :
১। মাসকা |
২। আলমপুর |
৩। ছক সাধক কোনাপাড়া |
৪। জয়কা |
৫। সাতাশী |
৬। দিগলী |
৭।মাছিয়ালী |
৮। দ্বিপাড়া |
৯। রায়পুর |
১০। ধুপী চান্দালী |
১১। নারায়নপুর |
১২। পিজাহাতী |
১৩। আউজিয়া |
১৪। বাইগুনী |
১৫। বালিজুড়া |
১৬। রামচন্দ্রপুর |
১৭। কির্ত্তনখলা |
১৮। দুলাইন |
১৯। কান্দাপাড়া |
২০। পন কেন্দুয়া |
২১। পানগাঁও |
ণ) ইউনিয়ন পরিষদ জনবল :
১) দায়িত্বপ্রাপ্ত প্রশাসক: ০১ জন
২) নির্বাচিত পরিষদ সদস্য : ১২ জন।
৩) ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা : ০১ জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ : ১১ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস